You dont have javascript enabled! Please enable it!

বাঙলাদেশ সরকারের ৭ দফা কর্মসূচী

বাঙলাদেশ সরকার আজ প্রশাসনিক ব্যবস্থা চালু রাখার জন্য ৭ দফা কর্মসূচী ঘোষণা করেছে।
কর্মসূচীসমূহ হল : মুক্তাঞ্চলগুলিকে নতুন আক্রমণের হাত থেকে রক্ষা করা ; উন্নয়নমূলক কাজের মাধ্যমে বিশেষ করে উৎপাদন বজায় রেখে বে-সামরিক প্রশাসন .ব্যবস্থা সুষ্ঠুভাবে চালু রাখা; সাধারণ জীবনযাত্রা চালু করা; স্কুল, অফিস, ব্যাঙ্ক প্রভৃতি পুনরায় খোলা; শত্রু; অধিকৃত অঞ্চলে আরো সাহসের সঙ্গে লড়াই চালানো; সোনার মাধ্যমে বিনিময় মূল্য না থাকায় অন্য কোন বিনিময়ের মাধ্যমে অবাধ বাণিজ্য চালু করার ব্যবস্থা; অর্থনৈতিক ক্ষেত্রে কয়েকটি বন্ধু ভাবাপন্ন প্রতিবেশী দেশের সঙ্গে অবিলম্বে বৈদেশিক বাণিজ্য চালু করা এবং বিনিময় ব্যবস্থা চালু করার জন্য বাঙলাদেশের সরকার প্রতিবেশী ও বন্ধুভাবাপন্ন দেশগুলির সঙ্গে আলোচনা শুরু করার উদ্যোগ ইতিমধ্যেই নিয়েছে।
দৈনিক কালান্তর, ১৫ এপ্রিল ১৯৭১

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!