বাঙলাদেশের সংগ্রামের সঙ্গে জনগণের জীবন জড়িয়ে গেছে
স্বাধীন বাঙলা বেতার কেন্দ্রের ভাষ্য
শিলং, ১৭ এপ্রিল (ইউ-এন আই) – ইকবাল আর রহমতুল্লা পাকিস্তানের স্বপ্ন দেখেছিল সামরিক চক্রের সাহায্য পশ্চিম পাকিস্তানের কায়েমী ও স্বার্থন্বেষীরা ও সেই পাকিস্তানকে অনেক দূরে ঠেলে নিয়ে গেছে।
আজ এখান থেকে শোনা স্বাধীন বাঙলা রেডিও সকালে রাজনৈতিক ভাষ্য ঐ মন্তব্য করে বাঙলাদেশের যুদ্ধ এখন জনগণের জীবনের অবিচ্ছেদ্য অংশে জড়িত হয়ে গেছে।
স্বাধীন বাঙলা বেতার কেন্দ্র পাকিস্তানের জন্য বাঙলাদেশের কী দশা করেছে তার এক বিবরণ মূলক মন্তব্য করেন। …
বেতার কেন্দ্রের অভিযোগ হলো, পশ্চিমা চক্র পূর্ব বাঙলার জীবনকেই ধ্বংস করে দিতে চেয়েছে, এর জনগণের সাংস্কৃতিক এবং ভাষাভিত্তিক বনিয়াদকেই ধ্বংস করে দিতে চেয়েছে।
দৈনিক কালান্তর, ১৮ এপ্রিল ১৯৭১
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন