You dont have javascript enabled! Please enable it! 1971.04.12 | বাঙলাদেশের নতুন সরকার গঠিত - মুজিব রাষ্ট্রপতি : তাজুদ্দীন প্রধানমন্ত্রী | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশের নতুন সরকার গঠিত – মুজিব রাষ্ট্রপতি : তাজুদ্দীন প্রধানমন্ত্রী
(স্টাফ রিপোর্টার)

কলকাতা, ১১ এপ্রিল- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী তাজুদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হচ্ছে। স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ‘বঙ্গবন্ধু’ শেখ মুজিবর রহমান এবং সৈয়দ নজরুল ইসলাম। সম্ভবতঃ এই ঘোষণা আগামীকাল সরকারী ভাবে করা হবে। বাংলাদেশের নির্ভরযোগ্য রাজনৈতিক সূত্র থেকে এই সংবাদ জানা গেল৷
স্বাধীন বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্য হলেন, ক্যাপ্টেন মনসুর আলি খোন্দকার, মুস্তাক আহম্মদ এবং এ এইচ এম কামরুজ্জামান।
ইতোমধ্যেই প্রস্তাবিত বাংলাদেশ সরকারের নেতারা ভারত সহ বিভিন্ন সরকারের সঙ্গে যোগযোগ করছেন বলে জানা গেল। তাঁরা শীঘ্রই একাধিক দেশের স্বীকৃতি লাভের আশা রাখেন।
দৈনিক কালান্তর, ১২ এপ্রিল ১৯৭১

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন