You dont have javascript enabled! Please enable it! 1971.04.13 | মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের নাম | কালান্তর - সংগ্রামের নোটবুক

মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের নাম

আগরতলা ১২ এপ্রিল (ইউ, এন, আই)- পরিষদ স্বাধীন বাঙলা সরকারের মন্ত্রিপরিষদ নিম্নবর্ণিত সদস্যদের নিয়ে গঠিত হয়েছে :
শ্রী তাজউদ্দিন আহমেদ : প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র দপ্তর।
শ্রী খোন্দকার মুস্তাক [মোশতাক] আহমেদ, শ্রী এ এইচ এম কামরুজ্জামান ও শ্রী মনসুর আলিও ঐ মন্ত্রিপরিষদের অন্তর্ভূক্ত।
বেতারে আরও জানানো হয়েছে যে, পরে মন্ত্রিপরিষদেরই কলেবর আরো বৃদ্ধি পাবে। সমষ্টিগত দায়িত্বশীলতাই হবে এর মন্ত্রিপরিষদের ভিত্তি। বাঙলাদেশের কোন এক স্থানে জাতীয় ও প্রাদেশিক সভার নির্বাচিত সদস্যরা মিলিত হয়ে নতুন সরকারের গঠন ও কর্মপন্থা নিরূপণ করেন।
আগামীকাল অন্যান্য মন্ত্রীদের নাম ঘোষিত হবে বলে সংবাদে জানানো হয়েছে।
উল্লেখযোগ্য, শ্রী তাজউদ্দিন ও শ্রী কামরুজ্জামান উভয়েই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শ্রী খোন্দকার মোস্তাক জাতীয় সভার অধ্যক্ষ নির্বাচিত হবেন বলে বিশ্বস্ত সূত্রের খবর পাওয়া গেল।
প্রেসিডেন্ট শ্রী মুজিবরের প্রেস উপদেষ্টা কর্তৃক এই ঘোষণা সমর্থিত হয়েছে।
দৈনিক কালান্তর, ১৩ এপ্রিল ১৯৭১

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন