ময়মনসিংহ ও সিলেট রণাঙ্গনে
দুই শতাধিক রাজাকারের আত্মসমর্পন
বিভিন্ন রণাঙ্গন থেকে প্রাপ্ত খবরে প্রকাশ, আমাদের অসম সাহসী বীর মুক্তিযোদ্ধদের অব্যাহত আক্রমণের ফলে হানাদার খান সেনাদের তাবেদার রাজাকাররা এক্ষণে প্রতিদিন মুক্তিবাহিনীর হাতে অস্ত্রশস্ত্রসহ আত্মসমর্পন করছে।
এদিকে দিশেহারা পাক জঙ্গী সরকার রাজাকার ও হানাদারদের ধ্বসে পড়া মনোবলকে চাঙ্গা করার উদ্দেশ্যে দখলীকৃত ঢাকা বেতার থেকে আতচীৎকার করে বলে চলেছে মুক্তিবাহিনীর বীর যোদ্ধার নাকি হানাদারদের কাছে একেবারে অস্ত্রশস্ত্রসহ ‘সারেন্ডার করছে।’।
পাকিস্তানী জঙ্গী সরকারের এমনি অপপ্রচারের প্রমাণ পাওয়া যায় ময়মনসিংহ ও সিলেট রণাঙ্গনে। উক্ত দুটি অঞ্চলে গত এক পক্ষকালে মুক্তিবাহীনর ক্যাম্পে সদলবলে ২শত রাজাকার আত্মসমর্পন করে।
জয় বাংলা ॥ ১ : ২৩ ॥ ১৫ অক্টোবর, ১৯৭১
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন