আত্মসমর্পণের হিড়িক
২০ শে অক্টোবর মনোহরদিস্থিত পাকবাহিনীর ঘাঁটি হইতে পলায়ন করিয়া বেঙ্গল রেজিমেন্টের ২২ জন ও ৭ জন রাজাকার অস্ত্র-শস্ত্রসহ মুক্তিবাহিনীর নিকট আত্মসমর্পণ করেন। সাক্ষাতকারে তাহারা আমাদের প্রতিনিধিকে জানান যে, মাতৃভূমির স্বাধীনতা রক্ষার পবিত্র দায়িত্বে অংশ গ্রহণ করার জন্য অনেক দিন হইতেই সুযোগের অপেক্ষায় ছিলেন। সুযোগ পাইলেই পাক বাহিনীর বাঙ্গালী সৈন্যগণ মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করিবে। ইতিমধ্যেই কাপাসিয়া, কালীগঞ্জ, জয়দেবপুর, শিবপুর, রায়পুর থানাসহ বিভিন্ন স্থান হইতে আত্মসমর্পণের খবর আসিয়াছে।
“তোমরা আমাকে রক্ত দাও—আমি তোমাদের স্বাধীনতা দিব।”
মুক্তবাংলা ॥ ॥ ২৩ অক্টোবর, ১৯৭১
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন