You dont have javascript enabled! Please enable it! 1971.05.26 | মীরজাফরদের খতম কর | জয় বাংলা - সংগ্রামের নোটবুক

মীরজাফরদের খতম কর

একশ্রেণীর মীরজাফর বাংলাদেশ ও বাঙ্গালীর স্বার্থের বিরোধীতা করছে। তারা ইয়াহিয়া টিক্কা খানের লেলিয়ে দেওয়া পাঞ্জাবী কুকরগুলোকে মুক্তিফৌজের অবস্থান জানিয়ে দিচ্ছে, আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতা ও কর্মীদের নাম ঠিকানা বলে দিচ্ছে অথবা ক্ষেত্রবিশেষে পশ্চিমা সৈন্যদের পথ প্রদর্শক হিসাবে কাজ করছে। তারা নানা রকম মিথ্যা গুজব ছড়িয়ে শত্রু কবলিত এলাকার মানুষের মনোবল ভেঙ্গে দেওয়ার চেষ্টা করছে। গুন্ডা, দুষ্কৃতিকারী লেলিয়ে দিয়ে লুটতরাজ করাচ্ছে অথবা বাংলাদেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে মানুষে মানুষে বিভেদ সৃষ্টির প্রয়াস পাচ্ছে। এদের কোন কোন নেতা বেতার বক্তৃতা, সংবাদপত্রে বিবৃতি ও তথাকথিত জনসভা অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধাচরণ করছে।
এরা যদি এই মুহূর্ত থেকে নিজেদের অপকর্ম বন্ধ না করে তাহলে মুক্তিফৌজ তাদেরকে কুকুরের মত হত্যা করবে। বাংলাদেশ মুক্তিফৌজ কর্মীদের প্রতি আমাদের নির্দেশ এদের খতম কর।
জয়বাংলা ॥ ১ : ৩ ॥ ২৬ মে, ১৯৭১

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন