শান্তি কমিটি মহাবিপদে
পাক-সামরিক বাহিনীর সাহায্যকারী তথাকথিত শান্তি কমিটির উপর পলাতক পাক- সেনাদের ধরিয়ে দেওয়ার দায়িত্ব অর্পিত হওয়ায় এখন উভয় পক্ষই মহা বে-কায়দায় পড়ে গেছে। কারণ, তথাকথিত শান্তিকমিটির লোকেরা তাদের নিজ নিজ এলাকা থেকে পলায়নকারী পাকসৈন্য এবং তাদের অস্ত্রশস্ত্র উদ্ধার করে দিতে না পারলে সংশ্লিষ্ট এলাকার উর্ধ্বতন সামরিক অফিসার ওদেরকে কিছুতেই রেহাই দিবে না। অপর দিকে পাক সেনারা ভাবছে, শান্তি কমিটির লোকগুলো দেখছি বড্ড আপদ হয়ে উঠেছে। তাই এখন অনেকস্থলে পলায়নকারী পাক সেনারাই শান্তি কমিটির লোকজন ধরে ধরে হত্যা করছে বলে খবর পাওয়া যাচ্ছে।
জন্মভূমি ॥ ১: ৬ সেপ্টেম্বর, ১৯৭১
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন