You dont have javascript enabled! Please enable it! 1971.09.15 | পাক-রাজাকার সংঘর্ষ | অগ্ৰদূত - সংগ্রামের নোটবুক

পাক-রাজাকার সংঘর্ষ

রৌমারী ॥ ১৪ই সেপ্টেম্বর : আমাদের প্রতিনিধি পরিবেশিত সংবাদে প্রকাশ গত ২৩শে সেপ্টেম্বর উলিপুর থানার অধিকৃত এলাকায় বাঙ্গালী-পাঞ্জাবী প্রশ্ন নিয়ে পাক- বাহিনী ও রাজাকারদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং পরে গোলাগুলি বিনিময় হয়— এতে উভয় পক্ষের যথাক্রমে ৬ জন ও ৪ জন হতাহত হয়। এই ঘটনার পরে পাক বাহিনী বাঙ্গালী রাজাকারদের উপর সন্ধিগ্ধ হয়ে অনেক রাজাকারকে গ্রেপ্তার করে এবং কিছু সংখ্যককে ছাটাই করে।
খবরে আরও প্রকাশ যে ঐদিন পাক সেনা উলিপুর হাটে জনসাধারণের উপর গুলিবর্ষণ করে এবং তাতে অনেকে হতাহত হয়। হাটের বহু পণ্য-দ্রব্য পাক সেনা লুটতরাজ করে নেয়।
অগ্ৰদূত ॥ ১ : ৩ ॥ ১৫ সেপ্টেম্বর, ১৯৭১

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন