You dont have javascript enabled! Please enable it!

বাঙলাদেশের ৩৫ হাজার বৌদ্ধের ভারত ও ব্রহ্মে আশ্রয় গ্রহণ 

২৩ জুলাই-বাংলাদেশের চট্টগ্রামের দক্ষিণ দিক থেকে প্রায় কুড়ি হাজার বৌদ্ধধর্মাবলম্বী আতঙ্কে পালিয়ে এসে দক্ষিণ ব্রহ্মের আরাকান পর্বতে আশ্রয় নিয়েছেন৷
ব্রহ্মনিবাসী শ্রী ইন্দ্র রায় নামে জনৈক বৌদ্ধ আসামের বৌদ্ধ পুরোহিত প্রধান শ্রীজিনারতন মহাথেরাকে জানান, চট্টগ্রামে পাক সেনারা লুঠতরাজ, নারীধর্ষণ ও বৌদ্ধমন্দির ধ্বংস করছে।
প্রায় কুড়ি হাজার বামং, বড়ুয়া ও মগ বৌদ্ধ আরাকান পর্বতে আশ্রয় নিয়েছেন এবং প্রায় পনের হাজার বৌদ্ধ আসামের মিজো এলাকায় আশ্রয় নিয়েছেন।
সামরিক কর্তৃপক্ষ চাকমা জাতি প্রধান ও প্রাদেশিক সভার নির্দল সদস্য শ্রীত্রিদিব রায়কে চাকমাদের স্বতন্ত্র রাজ্যের প্রলোভনে ভুলিয়ে স্বাধীন বাংলাদেশের কিদ্ধে সামরিক তৎপরতা সমর্থন করান।
দৈনিক আনন্দবাজার, ২৪ জুলাই ‘৭১

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!