রাজাকারের আত্মসমর্পণ
মুক্তিফৌজের উত্তরোত্তর তৎপরতা বৃদ্ধির ফলে পাক সেনাদের যে বিপুল ক্ষয়-ক্ষতি হয়েছে তাতে তাদের মনোবল একদম ভেঙ্গে পড়েছে-বুঝতে পেরে রাজাকার বাহিনীর মোট ১৭ জন যোয়ান তাদের সমস্ত অস্ত্রশস্ত্রসহ মুক্তিফৌজের অধিনায়ক সাহেবের নিকট আত্মসমর্পণ করেছে। অধিনায়ক সাহেব তাদের ক্ষমা করতঃ মুক্তিবাহিনীতে যোগদানের সুযোগ দিয়েছেন। তারা এখন পূর্ণ সহযোগিতার সঙ্গে রৌমারী, চিলমারী রণাঙ্গনের মুক্তিফৌজের অগ্রবর্তী ঘাটিগুলিতে থেকে-পান্জাবী দস্যু হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে চলেছে।
অগ্ৰদূত ॥ ১ : ৪ ॥ ২২ সেপ্টেম্বর, ১৯৭১
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন