জঙ্গীশাহী নিহত পাক সৈন্যদের আর করাচী নিয়ে যাচ্ছে না
আগরতলা, ১৭ মে (ইউ এন আই)-বাঙলাদেশে মুক্তিযোদ্ধাদের হাতে পাক সৈন্যদের মৃত্যুর হার বেড়ে যাওয়ায় পশ্চিম পাকিস্তানে জঙ্গীশাহীর বিরুদ্ধে যে নিন্দার ঝড় উঠেছে তাতে বিচলিত হয়ে পাক জঙ্গীশাহী নিহত পাক সৈন্যদের করাচীতে নিয়ে যাওয়াই ছেড়ে দিয়েছে।
গত ২৫ মার্চের পর থেকে যুদ্ধে নিহত পাক সৈন্যদের বিমানে করাচীতে নিয়ে যাওয়া হচ্ছিল।
ব্রাহ্মণবাড়িয়া রণাঙ্গনের এক উচ্চপদস্থ সামরিক অফিসার উপরোক্ত মর্মে যে মন্তব্য করেন আজ জনৈক শরণার্থী এখানে সেকথা জানান।
শরণার্থীটি বলেন, নিহত পাক সৈন্যদের এখন বাঙলাদেশের মাটিতেই গোর দেওয়া হচ্ছে। দিন দশেক আগে নয় ট্রাক বোঝাই মৃত পাক সৈন্যদের বিকৃত দেহগুলিকে ব্রাহ্মণবাড়িয়ায় কবর দেওয়া হয়েছে।
দৈনিক কালান্তর, ১৮ মে ১৯৭১
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন