ওপারে কৃষক রমণীরা রাইফেল চালাচ্ছেন
কৃষ্ণনগর সীমান্তের ওপার থেকে জানা গেছে যে পূর্ব বাংলার সাধারণ কৃষক রমণীরা রাইফেল হাতে পাক সৈন্যদের মোকাবিলা করছেন। যারা ইতিপূর্বে কখনও রাইফেল কিংবা বন্দুক চোখে দেখেননি, তাদের পক্ষে দুর্ধর্ষ পাকবাহিনীর মোকাবিলা করা এক অতি বিস্ময়কর ব্যাপার। প্রকাশ, কুষ্টিয়ার বহু গ্রামের পুরুষরা যখন রাস্তায় রাস্তায় পাকিস্তান বাহিনীর সঙ্গে লড়াইয়ে নেমেছেন তখন নারীরা রাইফেল এবং দোনালা বন্দুক হাতে গ্রাম পাহারা দিচ্ছেন। জানা যায় স্থানীয় আনসার বাহিনী মাত্র ২৪ ঘণ্টায় এইসব কৃষক রমণীদের বন্দুকের ব্যবহার শিখিয়ে দিচ্ছেন। ই,আই,এন,এ
দৃষ্টিপাত, ২১ এপ্রিল ১৯৭১
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন