You dont have javascript enabled! Please enable it!

নতুন করিয়া বুদ্ধিজীবী গ্রেফতার শুরু
(নিজস্ব বার্তা পরিবেশক)

ঢাকাসহ বাংলাদেশের অধিকত অঞ্চলের বিভিন্ন শহরে আবার নূতন করিয়া শিক্ষক, শিল্পী, আইনজীবী সাংবাদিক তথা বুদ্ধিজীবী গ্রেফতার করা হইতেছে। জঙ্গীশাহীর নির্যাতনের ফলে অধিকাংশ বুদ্ধিজীবীই বন্ধুরাষ্ট্র ভারতে আশ্রয় গ্রহণ করিয়াছেন।
গত পক্ষ কালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষকসহ কয়েকজন শিল্পী ও আইনজীবি গ্রেফতার হইয়াছেন। গ্রেফতারকৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে জনাব আহমদ শরীফ, জনাব আবুল খয়ের, জনাব রফিকুল ইসলাম, জনাব শহীদুল্লাহ প্রমুখ রহিয়াছেন।
পূর্বাঞ্চলীয় রণাঙ্গনে অবস্থিত বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির কর্মী ও স্বেচ্ছাসেবী শিবির হইতে প্রেরিত এক পত্রে জানান হয় যে, সম্প্রতি বিশিষ্ট সঙ্গীত পরিচালক জনাব আলতাফ মাহমুদকে ঢাকায় তাহার শহীদবাগস্থিত বাসভবন হইতে গ্রেফতার করা হয়। ঐ একই পত্রে জানান হয় যে, বরিশালের বিশিষ্ট আইনজীবী জনাব আব্দুস সাত্তার হাওলাদারকেও গ্রেফতার করা হইয়াছে।
বলা হয় যে, এইসব গ্রেফতারের পর গ্রেফতারকৃতদের আর কোন হদীস পাওয়া যাইতেছে না।
নতুন বাংলার ॥ ১: ৫ ॥ ১৬ সেপ্টেম্বর, ১৯৭১

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!