You dont have javascript enabled! Please enable it! 1971.09.06 | পুতুল গভর্ণর | জন্মভূমি - সংগ্রামের নোটবুক

পুতুল গভর্ণর

এহিয়ার দখলিকৃত বাংলাদেশে পুতুল গভর্ণর হিসাবে কার্য্যভার গ্রহণ করেছেন ডঃ মালিক। অসামরিক গভর্ণর হিসাবে মালিককে নিযুক্ত করলেও জঙ্গীশাহীর কঠোর শাসনের কোন হেরফের ঘটবে না বলেই পর্যবেক্ষক মহলের ধারণা।
বেলুচিনস্তান, পাখতুনিস্তান এবং সর্বশেষে বাংলাদেশে অত্যাচার ও হত্যালীলা চালিয়ে টেক্কা খাঁ যে রেকর্ড সৃষ্টি করেছে তার জন্য তাকে বর্তমানে পশ্চিম পাকিস্তানের কোন কমান্ডার পদে নিযুক্ত করা হয়েছে।
জন্মভূমি ॥ ১: ৭ ॥ ৬ সেপ্টেম্বর ১৯৭১

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন