You dont have javascript enabled! Please enable it! 1971.09.06 | খান সেনাদের জুজুর ভয় | জন্মভূমি - সংগ্রামের নোটবুক

খান সেনাদের জুজুর ভয়

বিদেশী পত্রিকা পড়তে মানা
আমাদের বিশেষ প্রতিনিধি রাওয়ালপিনডি থেকে জানিয়েছেন এ-হিয়া সরকার পাকিস্তানের ভিতরে বিদেশী পত্র-পত্রিকার ওপর সেন্সর বিধি প্রয়োগ করে সকল রকম বিদেশী পত্রিকার বন্টন স্থগিত রেখেছেন যাতে বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্কে বিদেশে কি হচ্ছে না হচ্ছে তাহা যেন পাকিস্তানীরা বুঝতে না পারে।

মাথলা মাথায় দেওয়া নিষেধ
বাংলাদেশের কৃষকরা রোদ বৃষ্টিতে মাথলা (বাঁশ দিয়ে তৈরী বড় ছাতার মত) মাথায় দিয়ে ক্ষেতে খামারে কাজ করেন। পাক-সেনাদের ভয়, এগুলোর মধ্যে মুক্তি যোদ্ধারা অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখেন। সুতরাং বাংলাদেশেএ হিয়ার দখলীকৃত এলাকায় আইনজারী হয়েছে মাথলা মাথায় দেয়া চলবে না।

পদ্মা মেঘনা যমুনায় নৌকা চলাচল নিষিদ্ধ
জঙ্গীশাহী নুতন আর একটি ফরমান জারী করেছেন অতঃপর বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা নদীতে এখন থেকে আর কোন নৌকা চলাচল করতে পারবে না।

৭ বৎসর কারাদণ্ড
এখন থেকে এহিয়া একটি নূতন ফরমান জারি করেছেন, পাকিস্তানের ভিতরে কেহ সামরিক সরকারের সমালোচনা করতে পারবে না। যদি সামরিক সরকারের সমালোচনা কেহ করে তাহলে ৭ বৎসর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে। আমাদের শুক্কা আলির জিজ্ঞাসা পাকিস্তান সম্বন্ধে বিদেশীদের সমালোচনা করাও কি এ- হিয়া বন্ধ করতে পারবেন?
জন্মভূমি ॥ ১: ৭ ॥ ৬ সেপ্টেম্বর ১৯৭১

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন