You dont have javascript enabled! Please enable it! 1971.09.10 | বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতি জঙ্গীশাহীর নির্দেশ | জয়বাংলা - সংগ্রামের নোটবুক

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতি জঙ্গীশাহীর নির্দেশ
(জয়বাংলা প্রতিনিধি)

ইয়াহিয়ার রক্ত খেকো সামরিক জান্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, বাংলা একাডেমীর একজন গবেষক, ১৩ জন সি, এস, পি এবং ৪৪ জন ই, পি, সি এস অফিসারকে তাদের সামরিক আদালতে হাজির হওয়ার ফতোয়া জারী করেছে।
শিক্ষকদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান ড. মোজাফফর আহমদ চৌধুরী, অধ্যাপক আবদুর রাজ্জাক, ইংরেজী বিভাগের প্রধান ড. সারোয়ার মোর্শেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ডঃ মাজহারুল ইসলাম এবং বাংলা একাডেমীর গবেষক জনাব আবু জাফর শামসুদ্দিন। সামরিক আদালতে হাজির অন্যথায় অনুপস্থিতিতে তাঁদের বিচারের হুমকি দেওয়া হয়েছে।
সামরিক জান্তা যে ১৩ জন সি, এস, পি অফিসারকে তাদের বেয়নেটের সামনে কণ্ঠনালী এগিয়ে দিতে বলেছে তাদের মধ্যে রয়েছেন জনাব আসাদুজ্জামান, সৈয়দ আবদুস সামাদ, জনাব তৌফিক এলাহী, জনাব কুদরত এলাহী, জনাব নুরুল কাদের খান, জনাব খসরুজ্জামান চৌধুরী, জনাব রফিক উদ্দিন আহমদ, জনাব ওয়ালি উল ইসলাম, জনাব কামাল সিদ্দিকী, জনাব আকবর ও জনাব সাহাদাৎ হোসেন।
জয়বাংলা ॥ ১: ১৮ ॥ ১০ সেপ্টেম্বর ১৯৭১

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন