You dont have javascript enabled! Please enable it! 1971.09.04 | বিশ্বের নিকট বাংলাদেশের দুর্ভিক্ষ-পীড়িত মানুষের আবেদন | বিপ্লবী বাংলাদেশ - সংগ্রামের নোটবুক

বিশ্বের নিকট বাংলাদেশের
দুর্ভিক্ষ-পীড়িত মানুষের আবেদন

২রা আগষ্ট, বাংলাদেশ। সংবাদ পাওয়া গেছে পাক জঙ্গী চক্র বাংলাদেশের দুর্ভিক্ষ পীড়িত মানুষের জন্য আসা লক্ষ লক্ষ মণ খাদ্য দ্রব্য আত্মসাৎ করেছে। নরপিশাচ ইয়াহিয়া সরকার বাংলাদেশের দুর্ভিক্ষের কথা বলে বিদেশ থেকে প্রচুর রিলিফ সংগ্রহ করেছে। কিন্তু দুর্ভাগ্য, এই সমস্ত রিলিফ বাংলাদেশের অন্নহীনদের ভাগ্যে এক কণাও জুটছে না। এই সমস্ত রিলিফ সামগ্রী পাকসৈন্যরা উদর ভর্তি করছে। আর এদিকে বাংলার লাখো লাখো দুর্ভিক্ষ পীড়িত মানুষ না খেয়ে পথে পড়ে মরছে। তাই এই বাংলাদেশের ভুখা অন্নহীন মানুষগুলো বিশ্বের কাছে এক আবেদনে বলেছেন, আমরা লাখো লাখো লোক না খেয়ে মরছি আর আপনাদের মানবতার সেবায় প্রেরিত খাদ্যশস্য পাকসৈন্যরা নিজেদের কাজে লাগাচ্ছে। আমাদের অনুরোধ, বিশ্ববাসী যেন পাক নরপশু সরকারের নিকট কোন রিলিফ সামগ্রী না পাঠান। তাঁরা নিজেদের স্বেচ্ছাসেবক দ্বারা রিলিফ দ্রব্য বন্টনের যেন ব্যবস্থা করেন, তাহলেই আমরা বাঁচতে পারব।
বিপ্লবী বাংলাদেশ॥ ১: ৪ ॥ ৫ সেপ্টেম্বর ১৯৭১

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন