You dont have javascript enabled! Please enable it!

চুয়াডাঙ্গায় চীনা ফৌজী অফিসার

কৃষ্ণনগর, ২১ এপ্রিল-চুয়াডাঙ্গায় চারজন চীনা সামরিক অফিসারকে দেখা গিয়েছে। গতকাল একটি জীপে করে তারা সেখানে যান।
তাঁদের নিয়ে যায় পাকিস্তানী ফৌজের ছয়জন লোক। চীনাদের পরণে পুরোদস্তুর সামরিক পোশাক ছিল। প্রত্যক্ষদর্শীদের সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। বাংলাদেশের রণাঙ্গনে চীনা সামরিক ব্যক্তিদের এই উপস্থিতি নিঃসন্দেহে একটি গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা।
আগরতলা থেকে খবর: মুক্তি-আন্দোলন দমনের জন্য গতকাল পাকিস্তানি ফৌজের একটি সাঁজোয়া রেজিমেন্ট ঢাকায় পৌঁছেছে। চব্বিশটি রুশ টাইগার ট্যাংক চেপে তারা শহরে ঢোকে।
পাকিস্তানি ফৌজ বাংলাদেশের জনগণের বিরুদ্ধে মারকিন ও চীনা অস্ত্রশস্ত্র, বিমান, বোমা ইত্যাদি প্রচুর ব্যবহার করেছে। এই কাজে রুশ ট্যাংক ব্যবহারের কথা এই প্রথম জানা গেল। [খবরটি সঠিক না হওয়ার সম্ভবনা বেশি]
দৈনিক আনন্দবাজার, ২২ এপ্রিল ১৯৭১

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!