You dont have javascript enabled! Please enable it!

ইয়াহিয়া শাহীর সাহায্যে জাতিসঙ্ ও মার্কিন যুক্তরাষ্ট্র

রাওয়ালপিণ্ডি, ৫ জুন-পূর্ববাঙলার “গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে ত্রাণকার্য চালানাের প্রশ্নে ইয়াহিয়া সরকার ও জাতিসংঘ একমত হয়েছে। আজ জাতিসংঘের জনৈক্য মুখপাত্র ইউ এন আই কে জানান যে, পাক-রাষ্ট্রপতি ইয়াহিয়া খান ও আন্তঃসংস্থা বিষয়ক জাতিসংঘের সহ-সম্পাদক ইসমত কিট্রানি গতকাল যে সভা হয় তাতেই পূর্বের বিরােধের অবসান ঘটে এবং কর্মসূচী গৃহীত হয়।
উল্লেখ যে, একমাত্র পাকিস্তানী সংস্থার মাধ্যমে ত্রাণকার্য চালানাের জন্য ইয়াহিয়াশাহী আব্দার করলে পূর্বে অচলাবস্থা দেখা দেয়। অবশ্য ত্রাণকার্যের পদ্ধতি ইত্যাদির বিশদ এখনও পাওয়া যায় নি। তবে মুখপাত্রটি বলেন, জাতিসংঘ টেকনিক্যাল কো-অপারেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ভগত এল তাউইল ত্রাণ কর্মসূচীর সমন্বয় সাধন করবেন। আগামী সােমবার শ্রীকন্ট্রানি ঢাকায় আসছেন। শ্রীতাউইল তাঁর সঙ্গে থাকার জন্য পাকিস্তানে রয়েছেন।
আরও জানা গেল যে, ঐক্যমত হওয়ার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রচুর সাহায্য পূর্ব বাঙলায় যাবে। উল্লেখ যে, পূর্ববাঙলায় ইয়াহিয়ার সৈন্যরা যে ব্যাপক নরমেধযজ্ঞ চালায় সে সম্পর্কে জাতিসংঘ ও মার্কিন সরকার উভয়েই এখনও নীরব দর্শক মাত্র।

সূত্র: কালান্তর, ৬.৬.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!