কবর খড়িয়ে নিয়ে ৫০০ লোককে খুন
দীনেন চক্রবর্তী
ইসলামপুর, ২১ এপ্রিল-হানাদারদের বর্বরতার আরও খবর আসছে এখানে। ঠাকুরগাঁ শহরে, ওয়াপদা কলোনির পশ্চিমে অন্তত পাঁচশো ব্যক্তিকে হত্যা করে কবর দেওয়া হয়েছে। তাদের দিয়েই নাকি আগে তাদেরই কবর খুড়িয়ে নেওয়া হয়।
জুম্মা মসজিদ, ঠাকুরগাঁ কলেজ, সরকারী বালিকা বিদ্যালয় এবং একটি চিনিকল হানাদাররা ধ্বংস করেছে।
দিনাজপুরের প্রসিদ্ধ কান্তজীর মন্দিরটিও তারা কামান দাগিয়ে উড়িয়ে দিয়েছে এবং মন্দিরের মূল্যবান সম্পদসমূহ লুট করেছে।
ঠাকুরগাঁ পঞ্চগড়ের ২৮ মাইলের মধ্যে মুক্তিফৌজ ও পাক বাহিনীর প্রচন্ড লড়াই চলছে। সোমবার ঠাকুগাঁর সাত মাইল পশ্চিমে আধানগরে মুক্তিফৌজ গেরিলা কায়দায় লড়াই চালিয়ে ছজন পাকিস্তানি সৈন্যকে খতম করে। এ ছাড়া শিবগঞ্জে মুক্তিফৌজের হাতে পাঁচজন হানাদারের মৃত্যু হয়। এখানে অস্ত্রশস্ত্র সমেত একটি ট্রাক মুক্তিফৌজের হাতে আসে।
দৈনিক আনন্দবাজার, ২২ এপ্রিল ১৯৭১
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন