You dont have javascript enabled! Please enable it!

পাকি ফৌজ দুলক্ষ বাঙালীকে খুন করেছে
প্রাক্তন ব্রিটিশ মন্ত্রী

লন্ডন, ৩০ এপ্রিল- প্রাক্তন বিমান পরিবহনমন্ত্রী ও বর্তমান এম পি শ্রী জে স্টোনহাউস (শ্রমিক দল) গতকাল বলেছেন যে, পাকিস্তান ফৌজ বাংলাদেশের দু’লক্ষ মানুষকে ঠাণ্ডা মাথায় খুন করেছে। দশ লক্ষ শরণার্থী প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয় নিয়েছেন।
শ্রী স্টোনহাউস ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ চিফ স্যার অ্যালক ডগলাস হিউমের সঙ্গে দেখা করে বাংলাদেশ অঞ্চলে তাঁর সফরের বিবরণ দেন এবং যতশীঘ্র সম্ভব পারলিয়ামেনটে বাংলাদেশ সম্পর্কে বিতর্কের দাবি জানান।
দৈনিক আনন্দবাজার, ১ মে ১৯৭১

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন