You dont have javascript enabled! Please enable it!

পাকিস্তান স্বীকার করছে
দুই পরিষদের কয়েকজন নেতাকে খুন করা হয়েছে

নয়াদিল্লি, ৭ মে পাক সৈন্যরা যে, পাকিস্তান জাতীয় পরিষদ ও পূর্ববঙ্গ প্রাদেশিক পরিষদের কয়েকজন সদস্যকে খুন করেছে সরকার-নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান আজ তা কবুল করে।
পাবনা ও রাজশাহী থেকে ঐ সংবাদ সংস্থার সংবাদদাতারা জানিয়েছেন: যেসব লোককে ‘নিশ্চিহ্ন’ করা হয়েছে তাঁদের মধ্যে আছেন, জাতীয় পরিষদের সদস্য শ্রী আমজাদ হোসেন ও আলহাজ রইসউদ্দীন আহমেদ এবং প্রাদেশিক পরিষদের শ্রী আসিনউদ্দীন ও ডাঃ এ এ এস হক।
পাক সামরিক কর্তৃপক্ষ পাবনার সংবাদদাতাকে বিভিন্ন অঞ্চল ঘুরিয়ে দেখান। তিনি বলেন, শ্রী আসিনউদ্দীন ও শ্রী আমজাদ হোসেনকে খুন করার পর তাদের বাড়ি থেকে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
রাজশাহীর সংবাদদাতা জানিয়েছেন- একটি সামরিক ঘাতক দল আরও অনেকের সঙ্গে শ্রী আহমেদ ও ডা. হককে গুলি করে মারে।
পাবনার খবরে আরও বলা হয়, গত দু’মাস সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হয়নি। তাঁরা এখন ধারদেনা করে কষ্টে সৃষ্টে বেঁচে আছেন। রেশন দোকান ও কেরোসিনের দোকানের সামনে সব সময় দেখা যায় লম্বা কিউ এবং বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে কেবলমাত্র অত্যাবশ্যক সংস্থাগুলিকে।
দৈনিক আনন্দবাজার, ৮ মে ১৯৭১

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!