ঢাকার প্রধান বিচারপতিও খুন
ওদের কালো হাতে একটার পর একটা কলঙ্ক। ওরা, ওই দস্যুর দল মেরেছে ৫০ জন বুদ্ধিজীবীকে। ঢাকা মেডিকেল হাসপাতালের একজন হাউস ফিজিসিয়ান জানিয়েছেন ওই নিহত বুদ্ধিজীবীদের মধ্যে ঢাকা হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী এ বি এম সিদ্দিকও আছেন। একে রাস্তায় টেনে এনে দাঁড় করিয়ে দেওয়া হয়। তারপর নিকট থেকে অসভ্যের মত গুলি। এর শেষকৃত্যও করতে দেওয়া হয়নি। ওরা বন্দুক উচিয়ে মৃতদেহটি ঘিরে ছিল। [সংবাদটি সঠিক ছিল না]
ওই ডাকতারটিই জানিয়েছে একমাত্র শহরেই পাক সৈন্যরা ২৬ থেকে ২৮ মার্চের মধ্যে ৩০ থেকে ৩৫ হাজার নিরস্ত্র নিরীহ নাগরিককে খুন করে। রাস্তার চারদিকে শুধু মৃতদেহ আর মৃতদেহ। সে এক ভয়াবহ দৃশ্য।
দৈনিক আনন্দবাজার, ৬ এপ্রিল ১৯৭১
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন