ঢাকা বেতারে
আওয়ামী লীগের নতুন জাতীয় সঙ্গীত
কলকাতা, ১৬ মার্চ (ইউ এন আই)- ঢাকা বেতার থেকে প্রচারিত হয়েছে আওয়ামী লীগের নতুন জাতীয় সঙ্গীত:
আকাশে আকাশে
আলো ঝলমল
দূর-দিগন্তে অরুণোদয়
জয় জয় জয় বাংলা
জয় বাংলার জয়।
ঢাকা বেতারের আর একটি বিশেষ অনুষ্ঠান হচ্ছে দেশাত্মবোধক সঙ্গীত শিক্ষার আসর।
‘এ দেশ তোমার আমার’ এই পংক্তি দিয়েই গানের সুর।
আজ সকালে ঢাকা বেতার কেন্দ্র থেকে গীতা স্তোত্র পাঠ করা হয়। ‘পাকিস্তান বেতারের’ ইতিহাসে এরূপ স্তোত্র পাঠ এই প্রথম। এ থেকে সুস্পষ্টভাবে বলা যায় যে শেখ মুজিবর রহমান ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী।
দৈনিক কালান্তর, ১৭ই মার্চ ১৯৭১
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন