দৈনিক ইত্তেফাক
২৮শে জুন ১৯৬৯
শাসনতন্ত্র প্রশ্নে শেখ মুজিবের প্রতি সমর্থন
করাচী, ২৭শে জুন।— দুই জন স্থানীয় আওয়ামী লীগ নেতা অদ্য শাসনতান্ত্রিক প্রশ্নাদি সম্পর্কে তাঁহাদের পার্টির নেতা শেখ মুজিবর রহমানের মনোভাবের প্রতি সমর্থন জ্ঞাপন করেন। এক যুক্ত বিবৃতিতে তাঁহারা বলেন যে, বিগত ২০ বৎসর যাবৎ পশ্চিম পাকিস্তানের কায়েমী স্বার্থবাদী মহল পূর্ব পাকিস্তানকে দেশ শাসনকার্যে উহার ন্যায্য হিস্যা হইতে বঞ্চিত করিয়া আসিয়াছে। তাঁহারা দুঃখ প্রকাশ করিয়া বলেন যে, ছয়-দফার ভিত্তিতে পূর্ব পাকিস্তানীরা দাবী-দাওয়া তুলিলেই তাহাদেরকে বিভেদকারী ও বিচ্ছিন্নতাবাদী বলিয়া অভিহিত করা হইয়াছে। তাঁহারা আরও বলেন যে, আওয়ামী লীগের ছয়দফা ও ছাত্রদের ১১- দফা ও পশ্চিম পাকিস্তানের ক্ষুদ্র ইউনিটগুলির প্রকৃত দাবী-দাওয়া মানিয়া লওয়ার ইহাই উপযুক্ত সময়। তাহারা জনসংখ্যার ভিত্তিতে অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের দাবী জানান। —এপিপি
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯