You dont have javascript enabled! Please enable it! 1969.06.08 | শেখ মুজিব সকাশে আবু হিশাম | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
৮ই জুন ১৯৬৯
শেখ মুজিব সকাশে আবু হিশাম

ঢাকা, ৭ই জুন। -ফেলিস্তিন মুক্তি সংস্থা আলফাতার নেতা জনাব আবু হিশাম আজ আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমানের সহিত সাক্ষাৎ করেন। জনাব হিশাম ফেলিস্তিন ও অন্যান্য অধিকৃত আরব ভূমি উদ্ধারের সংগ্রামে আলফাতা যে সমস্ত অসুবিধার সম্মুখীন হইতেছে শেখ সাহেবকে তাহা অবহিত করেন এবং জন্মভূমিকে স্বাধীন করার দৃঢ় ইচ্ছার কথাও প্রকাশ করেন।
শেখ সাহেব জন্মভূমির স্বাধীনতা সংগ্রামে আলফাতার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং পাকিস্তানের পক্ষ হইতে এই সংস্থাকে সর্ব্বপ্রকার সাহায্যদানের আশ্বাস দেন।

শহীদ মিনারে আবু হিশাম
এপিপি পরিবেশিত খবরে প্রকাশ, জনাব আবু হিশাম আজ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন এবং শেরে বাংলা, সোহরওয়ার্দী ও খাজা নাজিমুদ্দীনের মাজারে ফাতেহা পাঠ করেন। অতঃপর তিনি সাবেক জাতীয় পরিষদে বিরোধী দলের নেতা জনাব নূরুল আমিনের সহিত সাক্ষাৎ করেন। অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাৎকারে জনাব আমিন ফেলিস্তিনের মুক্তি সংগ্রামে সম্ভাব্য সকল প্রকার সাহায্যের আশ্বাস প্রদান করেন।
আগামীকাল তিনি মওলানা ভাসানীর সহিত সাক্ষাৎ করিবেন। এতদ্ব্যতীত তিনি পাকিস্তান মহিলা সংসদ, পাক-চীন মৈত্রী সমিতি ও পূৰ্ব্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন আয়োজিত সম্বর্ধনা সভায় যোগদান করিবেন। আজ যোহর নামাজের পর আলফাতাহর প্রতিনিধিদলের নেতা জনাব আবু হিশাম বায়তুল মোকাররমে বক্তৃতা করিবেন। -পিপিআই/এপিপি

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯