You dont have javascript enabled! Please enable it!

আজাদ
১৪ই জুন ১৯৬৯
পূৰ্ব্ব পাকিস্তান আওয়ামী লীগের নয়া অফিস উদ্বোধন
(ষ্টাফ রিপোর্টার)

পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের ৫১ নম্বর পুরানা পল্টনস্থ নূতন কার্যালয় উদ্বোধন উপলক্ষে গতকাল শুক্রবার উক্ত কার্য্যালয়ে এক মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদে পার্টির প্রধান শেখ মুজিবর রহমানসহ জনাব তাজউদ্দিন, খন্দকার মোস্তাক আহমেদ, জনাব মিজানুর রহমান চৌধুরী, জনাব আবদুল মোমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মিলাদের পর বিভিন্ন জাতীয় আন্দোলনে যাহারা এন্তেকাল করিয়াছেন, তাহাদের রূহের মাগফেরাত কামনা করিয়া মোনাজাত করা হয়। তাহাছাড়া মরহুম তফাজ্জল হোসেনের মৃত্যু উপলক্ষে সকলে মোনাজাত করেন।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯