You dont have javascript enabled! Please enable it!

আজাদ
১৭ই জুন ১৯৬৯
আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির সদস্যদের জ্ঞাতব্য
(ষ্টাফ রিপোর্টার)

পূৰ্ব্ব পাকিস্তান আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সকল সদস্যকে আগামী ২২শে জুন সকাল নয়টার মধ্যে ঢাকায় পৌঁছানোর জন্য উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহম্মদ গত রবিবার এক বিবৃতিতে আহ্বান জানাইয়াছেন। সাংগঠনিক বিষয় ও শাসনতন্ত্র সমস্যা সম্পর্কে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমানের সহিত আলোচনার জন্য ওয়ার্কিং কমিটির সদস্যদের ঢাকা আসার জন্যই এই আবেদন জানানো হয়। পূৰ্ব্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রধান কার্য্যালয় ৫১ নম্বর পুরানা পলটনে এই আলোচনা অনুষ্ঠিত হইবে।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯