You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
২২শে জুন ১৯৬৯
আজ ঢাকায় দলীয় সদস্যদের সঙ্গে শেখ মুজিবের আলোচনা
(ষ্টাফ রিপোর্টার)

আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমান আজ (রবিবার) সকাল ৯টায় ৫১ নং পুরানা পল্টনস্থ দলীয় সদর দফতরে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সদস্যবৃন্দ এবং জেলা কমিটিসমূহের কর্মকর্তাদের সহিত এক ঘরোয়া বৈঠকে মিলিত হইবেন।
শেখ সাহেব তাঁহার সহকর্মীদের সহিত দেশের ভবিষ্যৎ শাসনতন্ত্র এবং নির্বাচন সম্পর্কে আলাপ-আলোচনা ও মত বিনিময় করিবেন। এদিকে দলীয় প্রধানের সহিত আলাপ-আলোচনার উদ্দেশ্যে প্রদেশের বিভিন্ন স্থান হইতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ইতিমধ্যেই ঢাকা আসিয়া পৌঁছিয়াছেন।
আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির সদস্যবৃন্দ এবং জেলা কর্মকর্তাদের সহিত আলোচনার পর শাসনতন্ত্র ও নির্বাচনের প্রশ্নে স্বীয় দলের পক্ষ হইতে শেখ সাহেব একটি নীতি-নির্ধারণী বিবৃতি প্রদান করিবেন বলিয়া আশা করা যাইতেছে।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯