১১ এপ্রিল ১৯৭১ঃ বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ- সিলেট
সুরমার দক্ষিন পাড়ে পাক বাহিনী আক্রমন জোরদার করে। ক্যাপ্টেন আজিজের ২য় বেঙ্গলের কোম্পানিটি আপ্রান যুদ্ধ করে। এখানেও বিমান হামলা হয়। ক্যাপ্টেন আজিজের কোম্পানিটি টিকে থাকতে পারেনি। সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে যায়। ক্যাপ্টেন আজিজের পায়ে গুলি লাগে। এরা মৌলভীবাজারের দিকে পশ্চাদপসরণ করে এবং আরেক অংশ গোলাপগঞ্জ ঢাকা দক্ষিনে অবস্থান নেয়। সিআর দত্ত গোলাপগঞ্জ দলের সাথে যুক্ত হলেন। সিআর দত্ত ইয়াকিনগঞ্জে সিলেটের বাঙালি এসপিকে আটক করেন। পাকিস্তান অনুগত এই এসপিকে পাকিস্তানীরা বাঙ্গালীদের শিকার বানানোর জন্য গোলাপ গঞ্জ দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। পরে তাকে ওসমানীর কাছে পাঠিয়ে দেয়া হয়।