You dont have javascript enabled! Please enable it!

সংবাদ
২৫শে মে ১৯৬৯
উত্তরবঙ্গের পথে শেখ মুজিব

ঢাকা, ২৩শে মে (পিপিআই)।- আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমান উত্তরবঙ্গের ঘূর্ণিদুর্গত এলাকা সফরের উদ্দেশ্যে আজ অপরাহ্ণে পাবনার পথে ঢাকা ত্যাগ করিয়াছেন। এই সফরে তাঁহার সঙ্গে মেসার্স মিজানুর রহমান চৌধুরী, আবুল মোমেন ও মিসেস আমেনা বেগম সহ আরও কয়েকজন দলীয় নেতা রহিয়াছেন। আওয়ামী লীগ প্রধান পাবনা ও রাজশাহীর ঘূর্ণিদুর্গত এলাকা সফর শেষে ২৬শে মে ঢাকা প্রত্যাবর্তন করিবেন।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!