দৈনিক ইত্তেফাক
৬ই জুন ১৯৬৯
শেখ মুজিবের করাচী সফর বাতিল
(ষ্টাফ রিপোর্টার)
আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমান তাঁর পশ্চিম পাকিস্তান সফরসূচী বাতিল করিয়াছেন। আগামী ৮ই জুন তাঁর করাচী যাওয়ার কথা ছিল।
দৈনিক ইত্তেফাক সম্পাদক জনাব তফাজ্জল হোসেনের (মানিক মিয়া) ইন্তেকালের প্রেক্ষিতে শেখ সাহেবের পশ্চিম পাকিস্তান সফরসূচী বাতিল করা হইয়াছে বলিয়া গতকাল (বৃহস্পতিবার) আওয়ামী লীগ সূত্রে বলা হইয়াছে। শেখ সাহেব ভবিষ্যতে কখন পশ্চিম পাকিস্তান সফরে যাইবেন তা সঠিক বলা যায় না বলিয়া আওয়ামী লীগ মহল উল্লেখ করেন। তাঁর মারফত বাতিলের কথা তারবার্তা করিয়া পশ্চিম পাকিস্তানের আওয়ামী লীগ ইউনিট সমূহকে জানাইয়া দেওয়া হইয়াছে।
নার্সিং হোমে শেখ মুজিব
ঢাকা সিটি নার্সিং হোমে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা খোন্দকার মোশতাকের ভ্রাতা নাজির মিয়াকে দেখার জন্য শেখ সাহেব গতকাল বৃহস্পতিবার নার্সিং হোমে যান। তিনি হোমের চিকিৎসক ডাঃ টি, হোসেনের সঙ্গে রোগীর চিকিৎসার প্রশ্নে আলোচনা করেন।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯