You dont have javascript enabled! Please enable it!

আজাদ
২২শে মে ১৯৬৯
শেখ মুজিব-মানকী পীর সাহেব আলোচনা

ঢাকা, ২১শে মে।— মানকী শরীফের বর্ত্তমান পীর রুহুল আমীন ছাহেব উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মাষ্টার খানগুল সমভিব্যাহারে আজ অপরাহ্নে ঢাকা আগমন করেন। তাহারা আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমানের সহিত সাংগঠনিক বিষয়াদি সম্পর্কে আলোচনা করিবেন। বিমান বন্দরে শেখ মুজিব, খোন্দকার মোশতাক, জনাব তাজউদ্দিন ও জনাব ওবায়েদসহ বহু আওয়ামী লীগ নেতা ও কৰ্ম্মী তাহাদিগকে অভ্যর্থনা জানান।
প্রসঙ্গতঃ উল্লেখযোগ্য, মানকী শরীফের বর্ত্তমান পীর ছাহেবের পিতা মরহুম আমিনুল হাসনাত আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি মরহুম হোসেন সোহরওয়ার্দ্দীর একজন ঘনিষ্ঠ সহকৰ্ম্মীও ছিলেন। ঢাকা আগমনের অব্যবহিত পরেই তাহারা শেখ মুজিবরের সহিত আলোচনায় মিলিত হয়।
আলোচনা শেষে মানকী শরীফের পীর ছাহেব এক সাক্ষাৎকারে জানান যে, আলোচনা বেশ সন্তোষজনক হইয়াছে। মাষ্টার খান গুল বলেন যে, আলোচনা ফলপ্রসু হইয়াছে। আগামীকালও আলোচনা অব্যাহত থাকিবে। -পিপিআই

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!