দৈনিক পয়গাম
২৩শে মে ১৯৬৯
আওয়ামী নেতৃবৃন্দের রাজশাহী যাত্রা
(ষ্টাফ রিপোর্টার)
আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান রাজশাহী ও পাবনা জেলার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনের জন্য অদ্য (শুক্রবার) মোটরযোগে ঢাকা ত্যাগ করিবেন। শেখ মুজিবুর রহমানের সহিত জনাব মিজানুর রহমান চৌধুরী ও অন্যান্য কয়েকজন আওয়ামী লীগ নেতা সফরে গমন করিবেন। তাঁহারা রাজশাহী ও পাবনায় তিনদিনব্যাপী অবস্থান করিবেন। আগামী ২৬শে মে শেখ মুজিব ঢাকা প্রত্যাবর্তন করিবেন।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯