আজাদ
২৯শে এপ্রিল ১৯৬৯
ডেমরার পার্শ্ববর্তী এলাকায় শেখ মুজিবের রিলিফ দান
(ষ্টাফ রিপোর্টার)
আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমান গতকাল সোমবার ডেমরার নিকটবর্ত্তী জয়েতপুর, পুর্ব্বভিতপুর, দক্ষিণ পাড়া, পশ্চিমগাও ও ইহার পার্শ্ববর্তী গ্রাম সমুহের ঘুর্ণিদুর্গতদের মধ্যে বিভিন্ন রিলিফ দ্রব্য বিলি করিয়াছেন।
সকাল দশটা হইতে তিনঘন্টাকাল অবস্থানকালে শেখ মুজিব খাদ্যসামগ্রী বিতরণ ছাড়াও ঘুর্ণিঝড়ে আহতদের উন্নতি এবং তাহাদের বর্তমান সমস্যা সম্পর্কে আলাপ আলোচনা করেন।
জমিয়তে ওলামায়ে ইসলাম গতকাল সোমবার পূর্ব্ব পাকিস্তান জমিয়তে ওলামায়ে ইসলামের সভাপতি পীর মোহসেন উদ্দিন আহমদের নেতৃত্বে পচিশ সদস্যের একটি স্বেচ্ছাসেবক দল কমিল্লা জেলার হোমনা ও তাহার পার্শ্ববর্তী এলাকায় গমন করিয়াছেন। সেখানে তাহারা বাত্যাবিধ্বস্ত জনগণের মধ্যে সাহায্য সামগ্রী বিতরণ করিবেন।
উক্ত দলটি সাহায্য সামগ্রী হিসাবে খাদ্য-দ্রব্য, শাড়ী, লুঙ্গি, তার, দড়ি, বাতি ও বিভিন্ন প্রকার গৃহনির্ম্মাণ সামগ্রী সঙ্গে লইয়া গিয়াছেন। ইতিপূৰ্ব্বে আর একটি দল মওলবী মিয়ার উদ্দিনের নেতৃত্বে ঢাকার মনহরদি থানার ঘুর্ণি উপদ্রুত এলাকায় সাহায্য দ্রব্য বিতরণ করেন।
ছাত্রদের মধ্যে বই-পুস্তক সরবরাহের সিদ্ধান্ত
পূৰ্ব্ব পাকিস্তান জমিয়তে ওলামায়ে এছলামের রিলিফ কমিটি ঘুর্ণিবিধ্বস্ত হাইস্কুল ও মাদ্রাসাসমূহ এবং ছাত্রদের মধ্যে বই ও খাতাপত্র সরবরাহের সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে। ইহাছাড়া বিধ্বস্ত সমজিদসমূহ পুনঃনির্মাণের জন্য সাহায্য প্রদান করিবে বলিয়া জানা গিয়াছে।
এই উপলক্ষে ঘূর্ণিবিধ্বস্ত এলাকার জমিয়ত শাখাগুলির কৰ্ম্মকৰ্ত্তাগণকে সংশ্লিষ্ট এলাকার হাইস্কুল, মাদ্রাসা ও সমজিদসমূহের ক্ষয়-ক্ষতির পরিমাণ জমিয়তে ওলামায়ে এছলামের সদর দফতর, ৩ নম্বর মওলানা শওকত আলী রোড, ঢাকা-১ এই ঠিকানায় আগামী দশদিনের মধ্যে জানাইতে নিৰ্দ্দেশ দেওয়া হইয়াছে।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯