You dont have javascript enabled! Please enable it! 1969.04.30 | আজ শেখ মুজিবের শাহজাদপুর যাত্রা | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
৩০শে এপ্রিল ১৯৬৯
আজ শেখ মুজিবের শাহজাদপুর যাত্রা
(ষ্টাফ রিপোর্টার)

আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমান ঘূর্ণিবিধ্বস্ত এলাকা পরিদর্শন ও দুর্গতদের মধ্যে সাহায্য সামগ্রী বিতরণের উদ্দেশ্যে আজ (বুধবার) সকালে মোটরযোগে পাবনা জেলার শাহজাদপুর রওয়ানা হইবেন।
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মীজানুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক জনাব আবদুল মোমেন, মহিলা বিভাগ সম্পাদিকা মিসেস আমেনা বেগম, শ্রম সম্পাদক জনাব জহুর আহমদ চৌধুরী এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শামসুল হক প্রমুখ শেখ সাহেবের সঙ্গে থাকিবেন। পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সহ- সভাপতি জনাব মনসুর আলী এবং খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবদুল আজিজ সাহায্য দ্রব্য লইয়া পাবনায় শেখ মুজিবের সঙ্গে মিলিত হইবেন। এদিকে, গতকালও (মঙ্গলবার) আওয়ামী লীগের কর্মীরা ডেমরা, ধীতপুর ও পার্শ্ববর্তী এলাকায় সাহায্য কার্য অব্যাহত রাখে।
পূর্ব পাকিস্তান শিক্ষক সমিতির একটি সাহায্যকারী দল গত শুক্রবার কুমিল্লা জেলার হোমনা থানাধীন শ্রীমৰ্দ্দি গ্রামের দুর্গতদের মধ্যে হারিকেন, থালা-বাটি, রুটি প্রভৃতি বিতরণ করে। পূর্ব পাকিস্তান জমিয়তে আহলে হাদিসের একটি সাহায্যকারী টিম আজ বুধবার সাহায্য সামগ্রী বিতরণের উদ্দেশ্যে কুমিল্লা রওয়ানা হইবে।
গত রবিবার ফাইজার কোম্পানীর কর্মচারীদের একটি দল খালিয়ারচর, শ্রীমৰ্দ্দি ও লটিয়া এলাকায় দুর্গতদের মধ্যে নগদ অর্থ ও টিন বিতরণ করে। সাহায্য সামগ্রী বিতরণের উদ্দেশ্যে তালেপুর পূর্বপাড়া সেবাসংঘের একদল কর্মী আজ ডেমরা গমন করিবে।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯