দৈনিক ইত্তেফাক
১লা মে ১৯৬৯
শেখ মুজিবের বিরুদ্ধে দণ্ডাজ্ঞা : ঢাকা হাইকোর্টে মামলার শুনানী শুরু
(ষ্টাফ রিপোর্টার)
গতকাল (বুধবার) ঢাকা হাইকোর্টের বিচারপতি জনাব আবদুল হাকিমের এজলাসে ১৯৬৬ সালের ২০শে মার্চ ঢাকার আউটার ষ্টেডিয়ামে “আপত্তিকর” ভাষণদানের অভিযোগে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমানের প্রতি প্রদত্ত দণ্ডাজ্ঞার বিরুদ্ধে আনীত মামলার শুনানী শুরু হইয়াছে। মামলার শুনানী অদ্য (বৃহস্পতিবার)ও চলিবে।
ইতিমধ্যে সরকার শেখ মুজিবর রহমানের প্রতি দণ্ডাজ্ঞা মার্জনা করার সিদ্ধান্ত করিয়াছেন বলিয়া সহকারী লিগ্যাল রিমেমব্রেন্স কোর্টে জানান। কিন্তু দণ্ডাজ্ঞার বৈধতা নির্ণয়ের জন্য বিচার চলিবে।
স্মরণ থাকিতে পারে যে, আউটার ষ্টেডিয়ামে “আপত্তিকর” ভাষণদানের অভিযোগে দেশরক্ষা আইনের ৪৭ (৫) ধারা অনুযায়ী ঢাকার প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট জনাব আফসারউদ্দিন আহমদ আওয়ামী লীগ প্রধানকে ১৫ মাস কারাদণ্ড প্রদান করিয়াছিলেন।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯