আজাদ
১৬ই এপ্রিল ১৯৬৯
দুর্গতদের মাঝে শেখ মুজিব
(ষ্টাফ রিপোর্টার)
আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান গতকাল মঙ্গলবার সকাল ও অপরাহ্নে ঘূর্ণিঝড় বিধ্বস্ত বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করিয়াছেন এবং স্বেচ্ছাসেবকদের লইয়া দুর্গত এলাকায় উদ্ধার কার্যে সাহায্য করেন।
তিনি গতকাল ডেমরা শিল্পাঞ্চল, তেজগাঁও, নাখালপাড়া, রাজপুরা, মাতাইল ও বাসাবো অঞ্চলে দুর্গত মানুষদের মধ্যে গুড়-মুড়ি, চিড়া বিতরণ এবং প্রাথমিক চিকিৎসাদানের ব্যবস্থা করেন। তিনি হতাহতদের উদ্ধার কার্যে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন এবং উপদ্রুত এলাকায় আর্তের সেবায় আগাইয়া আসিবার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।
ইহাছাড়া গতকাল অধ্যাপক মোজাফফর আহমদ, জনাব মাহমুদ আলী, পীর মোহসেন উদ্দীন, খাজা খয়ের উদ্দীন, মওলানা আবদুর রহিম, সৈয়দ আলতাফ হোসেন ও জনাব আবদুল হালিমও ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকা পরিদর্শন করেন।
বিভিন্ন দুর্গত এলাকায় শেখ মুজিবকে অধিবাসীগণ ঘিরিয়া ধরে। ক্ষতিগ্রস্তদের অবস্থার কথা জিজ্ঞাসাবাদের পর তিনি সর্ব্বপ্রকার সাহায্য দানের আশ্বাস দেন।
উল্লেখ্য যে, গত সোমবার দিবাগত রাত্রে শেখ মুজিবুর রহমান ঘূর্ণিঝড়ে হতাহতদের দেখিবার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করিয়া ছিলেন।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯