You dont have javascript enabled! Please enable it!

দৈনিক পয়গাম
২৪শে এপ্রিল ১৯৬৯
নোয়াখালীর দুর্গত অঞ্চলে শেখ মুজিব
(পয়গাম-এর ভ্রাম্যমাণ প্রতিনিধি)

নোয়াখালী, ২৩শে এপ্রিল।- আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমান অদ্য নোয়াখালী জেলার ঘূর্ণি উপদ্রুত সেনবাগ ও বেগমগঞ্জ থানা সফর করেন। আম্বরনগর, আরগুনটোলা, লতিফপুর, ছোট হোসেন পুর, রাজগঞ্জ ও কাজির হাটের ঘূর্ণি উপদ্রুত এলাকা পরিদর্শনকালে তিনি দুর্গত জনসাধারণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন এবং তাঁহার দলের পক্ষ হইতে তাহাদিগকে সম্ভাব্য সকল প্রকার সাহায্যের আশ্বাস দান করেন। আওয়ামী লীগ প্রধান তাঁহার সাথে করিয়া একট্রাক সাহায্যদ্রব্য লইয়া এখানে আগমন করেন। দুর্গত জনসাধারণের মধ্যে দ্রব্যাদি বিতরণ করা হয়। আহতদের অবস্থা পরিদর্শনের জন্য শেখ মুজিবর রহমান সদর হাসপাতালেও গমন করেন।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!