You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
১৫ই এপ্রিল ১৯৬৯
অসহায় মানুষের এই দুর্দশা বর্ণনার ভাষা নাই : শেখ মুজিব কর্তৃক সকল মহলের প্রতি সাহায্যের আবেদন
(ষ্টাফ রিপোর্টার)

ঘূর্ণি দুর্গত মানবতার সাহায্যে আগাইয়া আসার জন্য শেখ মুজিবর রহমান জনসাধারণের প্রতি আকুল আবেদন জানাইয়াছেন।
গতকাল (সোমবার) ঘূর্ণিঝড়ের অব্যবহিত পরেই শেখ মুজিবর রহমান ডেমরা, নাখালপাড়া, রামপুরা, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অন্যান্য ঘূর্ণি বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন। ঘূর্ণিঝড়ের ভয়াবহ ধ্বংসলীলা ও দুর্গত মানুষের চরম দুরবস্থার করুণ কাহিনী বর্ণনা করিয়া শেখ মুজিবর রহমান বলেন, চক্ষে না দেখিলে অসহায় মানুষের এই দুর্দশা বর্ণনা করা যায় না। তিনি বলেন, সহস্রাধিক ব্যক্তি এই ঘূর্ণিঝড়ে হতাহত হইয়াছে এবং হাজার হাজার লোক গৃহ ও সহায়-সম্বলহীন হইয়া পড়িয়াছে।
শেখ মুজিবর রহমান জানান, এই অসহায় মানুষের জন্য সাহায্য অপরিহার্য। তিনি জনসাধারণকে ঘূর্ণি দুর্গতদের জন্য মুক্তহস্তে দান করার আহ্বান জানান। শেখ মুজিবর রহমান ঘূর্ণি দুর্গতদের পর্যাপ্ত সাহায্য দানের জন্য সরকারের প্রতিও অনুরোধ জানাইয়াছেন।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!