You dont have javascript enabled! Please enable it!

দৈনিক পাকিস্তান
২০শে মার্চ ১৯৬৯
ঐক্যবদ্ধভাবে চক্রান্ত রোধ করুন : গণতান্ত্রিক শক্তির প্রতি মুজিব
(ষ্টাফ রিপোর্টার)

আওয়ামী লীগনেতা শেখ মুজিবুর রহমান শান্তি অক্ষুণ্ণ রাখতে এবং জনসাধারণের অধিকার সংরক্ষণে সর্বশক্তি নিয়ে কাজ করার জন্য সব গণতান্ত্রিক শক্তির প্রতি গতকাল আহ্বান জানান।
এপিপি পরিবেশিত এই খবরে বলা হয় শেখ মুজিব সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে এই আহ্বান জানান।
সরকার নাগরিকদের অধিকার সংরক্ষণে নিজের দায়িত্ব এড়িয়ে যে পরিস্থিতির সৃষ্টি করেছেন শেখ মুজিবর রহমান তার তীব্র নিন্দা করেন।
তিনি বলেন, অবস্থা দেখে মনে হয় আমাদের সংগ্রামের গতি পরিবর্তনের জন্য একটি অশুভ চক্রান্ত করা হয়েছে। এই চক্র সাধারণ মানুষের জান মালের ক্ষতি করার জন্য প্রতিদিন সমাজ বিরোধী ও গণ- বিরোধী লোকদের প্ররোচনা দিচ্ছে।
এইসব কার্যকলাপ সহ্য করে নিলে জনসাধারণ এবং গণতন্ত্রের স্বার্থবিরোধী কাজ আর কিছু হতে পারে না।
শেখ মুজিব এইসব স্বার্থান্বেষী মহলের দুরভিসন্ধি ব্যর্থ করে দিতে এবং সমাজ বিরোধী লোকদের প্রতিহত করতে সর্বশক্তি নিয়ে এগিয়ে আসার জন্য জনগণের স্বার্থে বিশ্বাসী প্রতিটি লোকের প্রতি আহ্বান জানান। শেখ মুজিব শান্তি অক্ষুণ্ন রাখতে এবং নাগরিকদের অধিকার সংরক্ষণে সর্বশক্তি নিয়ে কাজ করার জন্য ছাত্র, শ্রমিক কৃষক এবং আওয়ামী লীগ কর্মিসহ প্রতিটি গণতান্ত্রিক শক্তির প্রতি আহ্বান জানান।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯

error: <b>Alert:</b> Due to Copyright Issues the Content is protected !!