দৈনিক পাকিস্তান
২০শে মার্চ ১৯৬৯
শেখ মুজিবের ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শন
(ষ্টাফ রিপোর্টার)
গতকাল বুধবার বিকেল ৫টায় শেখ মুজিবর রহমান পুরাতন শহরের বিভিন্ন এলাকায় ঘোরেন। তিনি বিভিন্ন স্থানে দাঁড়িয়ে দোকানদার স্থানীয় জনসাধারণ ও পথচারীদের সাথে কথাবার্তা বলেন এবং শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তাদের প্রতি আবেদন জানান। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানান। প্রাদেশিক আওয়ামী প্রধান শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে যাবার সময় আশেপাশের বিভিন্ন স্থানে তাকে হর্ষধ্বনি করে অভিনন্দন জানায়। তিনি জনসাধারণকে তার দলের পক্ষ হতে সর্বপ্রকার সাহায্যের আশ্বাস দেন এবং সমাজবিরোধীদের বিরুদ্ধে সজাগ থাকার জন্য শান্তিকামী জনগণ ও গণতান্ত্রিক শক্তি সমূহের প্রতি আহ্বান জানান।
শেখ মুজিবর রহমান নওয়াবপুর, শাঁখারী বাজার, ইসলামপুর বাবু বাজার, মিটফোর্ড রোড, মোগলটুলী, চক সার্কুলার রোড ও নাজিমুদ্দিন রোড দিয়ে অতিক্রম করেন।
শেখ মুজিবর রহমানের আশ্বাসে সকল শ্রেণীর জনসাধারণের মনোবল বৃদ্ধি পায়। তার সাথে জনাব তাজুদ্দিন আহমদ, জনাব শামসুল হক ও গাজী গোলাম মোস্তফাও ছিলেন।
গতকাল পটুয়াটুলী, ওয়াজ ঘাট ইসলাম পুরের বিভিন্ন দোকান পাটসমূহ খোলা হয় এবং স্বাভাবিক বেচাকেনা চলে রবি ও সোমবারের উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে মঙ্গলবার এই এলাকার প্রায় সকল দোকানপাট বন্ধ থাকে। গতকাল সন্ধ্যার অনেক আগেই এই সব দোকান পাট বন্ধ হয়ে যায়। পুরাতন শহরের অন্যান্য এলাকায় এই দিন স্বাভাবিক অবস্থা বিরাজ করে।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯