সংবাদ
২০শে মার্চ ১৯৬৯
শেখ মুজিব বলেন : অশুভ চক্রান্ত চলিতেছে
ঢাকা, ১৯শে মার্চ (এপিপি)।— আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমান অদ্য শান্তিরক্ষা ও জনগণের অধিকারসমূহ রক্ষার কাজে দৃঢ়ভাবে কাজ করিয়া যাওয়ার জন্য সকল গণতান্ত্রিক শক্তির প্রতি আহ্বান জানান। নাগরিকদের অধিকার রক্ষার কাজ প্রশাসনিক কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে পরিত্যাগ করার দরুন পরিস্থিতির তিনি তাঁর নিন্দা জ্ঞাপন করেন।
শেখ মুজিবর রহমান অদ্য এক বিবৃতিতে বলেন, “সাধারণ নাগরিকদের অধিকার রক্ষার দায়িত্ব প্রশাসনিক কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে পরিত্যাগ করার ফলে সৃষ্ট পরিস্থিতির আমি দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা জ্ঞাপন না করিয়া পারি না। আমাদের সংগ্রামকে ভিন্নপথে চালিত করার অসৎ উদ্দেশ্যে সাধারণ নাগরিকদের জীবন, সহায় সম্পত্তি নষ্ট করার জন্য সমাজবিরোধী ও গণবিরোধী শক্তি সমূহকে উস্কানি দানের এক অশুভ চক্রান্ত চলিতেছে বলিয়া মনে হইতেছে। এই সকল কার্যকলাপ সহ্য করা হইলে ইহা অপেক্ষা গণতন্ত্র ও গণ-স্বার্থ বিরোধী কাজ আর কিছুই হইবে না।
“স্বার্থবাদী মহলের হীন চক্রান্ত ও সমাজবিরোধী শক্তিকে প্রতিহত করার জন্য সর্বশক্তি নিয়োগ করার জন্য গণস্বার্থে নিয়োজিত সকলের প্রতি আমি আবেদন জানাইতেছি। শান্তিরক্ষা ও নাগরিকদের অধিকার প্রতিরক্ষায় দৃঢ়ভাবে কাজ করিয়া যাওয়ার জন্য আমি ছাত্র, শ্রমিক, কৃষক ও আমার পার্টির সদস্যদের প্রতি আহ্বান জানাইতেছি।”
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯