You dont have javascript enabled! Please enable it! 1969.03.16 | জামাত নেতা কর্তৃক মুজিবের সমালোচনা | দৈনিক পাকিস্তান - সংগ্রামের নোটবুক

দৈনিক পাকিস্তান
১৬ই মার্চ ১৯৬৯
জামাত নেতা কর্তৃক মুজিবের সমালোচনা

রাওয়ালপিণ্ডি, ১৪ই মার্চ (এপিপি)।— জামাত নেতা জনাব গোলাম আজম এক বিবৃতিতে সাম্প্রতিক সম্মেলনের সহকর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করায় শেখ মুজিবর রহমানের সমালোচনা করেন। গোলাম আজম বলেন, ডাক আঞ্চলিক স্বায়ত্তশাসন ও এক ইউনিট বাস্তুতলের প্রশ্নে সমর্থনদানে ব্যর্থ হয়েছে বলে মুজিব অভিযোগ করেছেন। একথার মধ্যে সামান্যতম সত্য নেই।
সব সংবাদপত্রেই বের হয়েছে যে, ‘ডাক’-এর আহ্বায়ক নওয়াবজাদা নসরুল্লাহ খান ১০ই মার্চ গোলটেবিল সম্মেলনের প্রথম দিনেই সর্বসম্মত প্রস্তাব পেশ করেন। তার মধ্যে ফেডারেল পার্লামেন্টারী পদ্ধতিও আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবীও ছিল।
গোলাম আজম বলেন, সব রাজনৈতিক কর্মীই জানেন শেখ মুজিবের ৬ দফায় বর্ণিত স্বায়ত্তশাসন এবং পিডিএম এর ৮ দফায় বর্ণিত স্বায়ত্তশাসন এক নয়। লাহোরে ডাক-এর সভায় সব নেতার চেস্টা সত্বেও শেখ মুজিব দুটো কর্মসূচীর মধ্যে সমন্বয় রাজী হন নি। তার এই অনমনীয় মনোভাবের জন্যেই গোলটেবিল সম্মেলনে সর্বসম্মত প্রস্তাব পেশ করা সম্ভব হয়নি।
আরো উল্লেখযোগ্য যে, ঢাকার ‘ডাক’ গঠনের সময় জনাব নূরুল আমিন অপরাপর পিডিএম নেতারা আঞ্চলিক স্বায়ত্তশাসনের প্রস্তাবকে ‘ডাক’ এর কর্মসূচীর অন্তর্ভূক্ত করার কথা বলেছিলেন, কিন্তু আওয়ামী লীগ নেতারা তাতে সম্মত হননি।
তিনি বলেন, শেখ মুজিবের দল ‘ডাক’ এর কর্মসূচীতে স্বাক্ষর দিয়েছে কাজেই ‘ডাক’ এর ৮ দফার কথা বলে তার দলের ডাক থেকে প্রত্যাহারের কোন যুক্তি নেই।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯