You dont have javascript enabled! Please enable it!

আজাদ
১৫ই মার্চ ১৯৬৯
শেখ মুজিব কর্তৃক অবিলম্বে মোনেম খানের অপসারণ দাবী

ঢাকা, ১৪ই মার্চ।-শেখ মুজিবর রহমান অবিলম্বে পূর্ব্ব পাকিস্তানের গবর্ণর পদ হইতে জনাব আবদুল মোনেম খানের অপসারণ দাবী করিয়াছেন।
আজ রাত্রে শেখ সাহেব তাঁহার ধানমণ্ডিস্থ বাসভবনে সাংবাদিকদের সহিত আলোচনাকালে আরও বলেন যে, গবর্ণরের পদ হইতে জনাব মোনেম খান এখন পর্য্যন্ত অপসারিত না হওয়া নিতান্তই দুঃখজনক। এই ব্যক্তিটি খুবই অসহ্যকর বলিয়া তিনি মন্তব্য করেন।
আওয়ামী লীগ নেতা আরো বলেন যে, কোন ব্যক্তি বিশেষের সমালোচনা যদিও ঠিক নহে, তথাপি জনাব মোনেম খানের শাসনামলে এই প্রদেশে যে নিৰ্য্যাতন ও গণহত্যা চলিয়াছে, তাহা কোন প্রকারেই শেখ সাহেব ভুলিতে পারেন না বলিয়া উল্লেখ করেন।
শেখ সাহেব ডঃ শামসুজ্জোহার হত্যাকাণ্ডের ও সাম্প্রতিক গণ- অভ্যুত্থানকালে নিহত ব্যক্তিদের জন্য অবিলম্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত অনুষ্ঠানের দাবী জানান। -পিপিআই

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!