১১ এপ্রিল ১৯৭১ঃ পূর্ব কমান্ডের অধিনায়ক হিসেবে লে. জেনারেল আমির আবদুলাহ খান নিয়াজী
লে. জেনারেল আমির আবদুলাহ খান নিয়াজী পূর্ব পাকিস্তান কমান্ডের অধিনায়ক হিসেবে দায়িত্বভার গ্রহন করেন। টিক্কা খান শুধু গভর্নর ও প্রধান সামরিক আইন প্রশাসক নিয়োজিত থাকবেন। দায়িত্ব গ্রহনের পর তিনি অধিনস্তদের সাথে পরিচিত হন। প্রথম ব্রিফিং এ নিয়াজি হিন্দু বুদ্ধিজীবীদের উপর ক্রোধান্বিত হয়েছিলেন। তিনি রাজা ও টিক্কার ফরমেশন বহাল রাখেন এবং নতুন কর্মকর্তা পদায়নের জন্য জি এইচ কিউকে জানান। এদের মধ্যে রহিম এবং জামশেদ উল্লেখ যোগ্য।
নোটঃ দায়িত্ব গ্রহনের সময় নিয়াজি মেজর জেনারেল খাদিম হোসেন রাজার কাছে তার রক্ষিতা সমুহ কবে হস্তান্তর করবে তা জানতে চেয়েছিলেন। দায়িত্ব হস্তান্তরের তারিখ নিয়ে বিভিন্ন প্রকাশনায় পার্থক্য আছে।