আজাদ
১৩ই মার্চ ১৯৬৯
শেখ মুজিব কর্তৃক
স্বার্থান্বেষী মহলের বিভেদ সৃষ্টির প্রচেষ্টার নিন্দা
রাওয়ালপিণ্ডি, ১১ই মার্চ।-আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমান আজ রাতে পূর্ব্ব ও পশ্চিম পাকিস্তানের জনগণের মধ্যে স্বার্থান্বেষী মহলের বিভেদ সৃষ্টির চেষ্টার তীব্র নিন্দা করেন।
গোলটেবিল বৈঠকের দ্বিতীয় অধিবেশনে যোগদানের পূর্ব্বে তিনি উপরোক্ত নিন্দা প্রকাশ করেন।
শেখ মুজিব বলেন যে, পশ্চিম পাকিস্তানী জনগণ পূৰ্ব্ব পাকিস্তানী ভাইদের ন্যায্য দাবী-দাওয়ার প্রতি পূর্ণ সমর্থন দান করিয়াছেন বলিয়া তিনি বিশ্বাস করেন।
তিনি বলেন যে, কতিপয় স্বার্থান্বেষী মহল পাকিস্তানী জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য অবিরাম প্রচেষ্টা চালাইতেছে। যাহারা বিভেদের কথা বলেন, তাহারা কেবলমাত্র নিজেদের স্বার্থের জন্যই উহা বলিতেছেন।
পাকিস্তানের বিভিন্ন স্থান হইতে শেখ মুজিবের নেতৃত্বের প্রতি পুর্ণ আস্থা জ্ঞাপন করিয়া ইতিমধ্যে তাহার নিকট বহু তারবার্তা প্রেরণ করা হইয়াছে। -পিপিআই
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯