আজাদ
১০ই মার্চ ১৯৬৯
শেখ মুজিবর রহমান বলেন : সিন্ধু, সীমান্ত, বেলুচিস্তান ও বাংলার সকল নির্যাতিত মানুষই আমার কাছে সমান
লাহোর, ৭ই মার্চ।—ছয়দফাপন্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের নব নিৰ্ব্বাচিত সভাপতি শেখ মুজিবর রহমান অদ্য এখানে তাঁহার দলের সদস্যদের উদ্দেশে বক্তৃতা দান কালে বলেন যে, সিন্ধু, সীমান্ত, বেলুচিস্তান ও বাংলার সকল নিৰ্য্যাতিত মানুষই তাঁহার কাছে সমান, কেননা তাঁহারা সকলেই বিভিন্ন রকম শোষণের বিরুদ্ধে সংগ্রাম করিয়া আসিতেছে।
সভাপতি নির্ব্বাচিত হওয়ার অব্যবহিত পরেই তিনি কেন্দ্রীয় কমিটির বৈঠকে বলেন যে, তাহার দলের ছয় দফা কর্মসূচীর ভিত্তিতে যে আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবী উত্থাপন করা হইয়াছে ইহার দ্বারা শুধু পূর্ব্ব পাকিস্তানই লাভবান হইবে না বরং পাকিস্তানের অন্যান্য অঞ্চলও উপকৃত হইবে। -পিপিআই
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯