You dont have javascript enabled! Please enable it! 1969.03.07 | শীঘ্র সাংবাদিক দ্বিতীয় বেতন বোর্ড গঠনের জন্য শেখ মুজিবের তাগিদ | দৈনিক পয়গাম - সংগ্রামের নোটবুক

দৈনিক পাকিস্তান
৭ই মার্চ ১৯৬৯
শীঘ্র সাংবাদিক দ্বিতীয় বেতন বোর্ড গঠনের জন্য শেখ মুজিবের তাগিদ
(ষ্টাফ রিপোর্টার)

শেখ মুজিবর রহমান বলেন যে, যথাশীঘ্র সম্ভব সাংবাদিকদের দ্বিতীয় বেতন বোর্ড গঠন করা উচিত। এপিপি’র খবরে প্রকাশ, গতকাল বৃহস্পতিবার লাহোর রওয়ানা হওয়ার প্রাক্কালে সাংবাদিকদের সাথে আলাপ প্রসঙ্গে শেখ সাহেব বলেন, কার্যরত সাংবাদিকদের দাবী-দাওয়া বিবেচনা করতে হবে এবং সাংবাদিকদের যুক্তিসংগত দাবীর প্রতি তাঁর সমর্থন রয়েছে।
এক প্রশ্নের জবাবে শেখ সাহেব বলেন, প্রেস এণ্ড পাবলিকেশন অর্ডিন্যান্স এবং সংবাদপত্রের স্বাধীনতা খর্বকারী অন্যান্য সব আইন ও অর্ডিন্যান্স অবিলম্বে বাতিল করতে হবে।
আওয়ামী লীগ নেতা বলেন, তাঁরা প্রেসট্রাস্টের বিলুপ্তি এবং প্রগ্রেসিভ পেপারস লিমিটেডসহ সব পত্রিকা সাবেক মালিকদের ফিরিয়ে দেয়ার দাবী করছেন।
তবে ট্রাস্ট ভেঙ্গে দেয়ার বেলা কার্যরত সাংবাদিক ও অন্যান্য কর্মচারীদের স্বার্থ রক্ষণের ব্যবস্থা করতে হবে বলেও উল্লেখ করেন। এপিপি সম্পর্কে তিনি বলেন যে, এই প্রতিষ্ঠানটি ব্যক্তিগত মালিকানা ছেড়ে দেয়া চলবে না।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯